স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো: নির্মলেন্দু গুণ
১৯৭০ সালের ডিসেম্বরে আনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ৩১০ আসনের মধ্যে ১৬৭ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আগা মোহ...
বসন্তবগি
এই শহরের অরণ্য প্রপাতে একটি স্বপ্ন ঝরে পরে। দুপুড়ে।
নাম তার শূন্য সুমদ্র।
একটি হৃদয়বল হাত থেকে গড়িয়ে তার লুব্ধ কাধে,
আমি অনেকদিন যার কথা ভেবেছি।
ভাবনাটা সমপ্রসারিত হতে হতে, স্বপটি ভেঙে যায়।
নির্লীপ্...
নকিব মুকশি’র তিনটি কবিতা
জঙ্গহুল-২
বালকের মূত্রে সেদ্ধ ডিম খেয়ে কসরতবাজিতে নামে চীনামাছ, আর আমি
তার টোল দেখি বিস্ময়ে, মসৃন বুকে দাঁড়িয়াবান্ধা খেলি, হঠাৎ আশ্চর্যে দেখি
এ মাছ তো মাছ নয়, এ যে মধ্যপ্রাচ্যের মানবমাংসের দোকানী!
...
তিনটি লিমেরিক
পরম্পরা
*******
প্লিষ্টোসিন হতে হাঁটছি অবিরাম- ভাঙ্গছি দূরত্ব যত!
' হৃদয়ের রং এ রাঙাবো তোমায় '- স্বপ্ন দিয়েছ শত !!
খুঁজি তোমাকে নীলিমার পাটে
আহা! অষ্ট প্রহর কষ্টে কাটে
তুমি সে নও- অথচ সে ছিল অবিকল তোম...